সময়ের চাকা
ঢাকাSaturday , 2 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লেবানন যোদ্ধাদের রকেট হামলায় ইসরায়েলে নিহত-৭

Link Copied!

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই পৃথক রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাতজন নিহত হয়েছেন। ইসরায়েলের ভাষায়, এটাই গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দিন।

শুক্রবার (০১ অক্টোবর) রকেট হামলায় নিহত ও আহতের এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলে উত্তরাঞ্চলের মেতুলা শহরের রকেট হামলায় নিহত হন এক ইসরায়েলি কৃষক ও চার বিদেশি কৃষি শ্রমিক। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ জানিয়েছেন, নিহত ইসরায়েলি কৃষকের নাম ওমর ওয়েনস্টাইন (৪৬), যিনি কিব্বুৎজ দাফনার বাসিন্দা এবং চার সন্তানের জনক।

এরপর, উপকূলীয় শহর হাইফার শহরতলীতে কিব্বুৎজ আফেক এলাকার জলপাই বাগানে এক ইসরায়েলি নারী ও তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন। নিহত নারীর নাম মিনা হাসোন (৬০) এবং তার ছেলে কারমি (৩০)।

হিজবুল্লাহ জানায়, তারা হাইফার উত্তরের ক্রাইয়োত অঞ্চল ও লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, ইসরায়েলি সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও সেগুলোকে প্রতিহত করতে পারেনি। মেতুলা শহরের কাছে এই হামলার সময় নিহতরা সীমান্তের বেড়ার কাছাকাছি কৃষিকাজে ব্যস্ত ছিলেন।

হামলার ফলে চারজন থাই নাগরিক নিহত হয়েছেন, যা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগিয়ামপংসা। এ ছাড়া একজন থাই কর্মী আহত হয়েছেন।

ইসরায়েলি সরকার জানিয়েছে, হিজবুল্লাহর রকেট, ড্রোন ও মিসাইল হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে উত্তরাঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে।

এসসি//