রাজধানীর রামপুরা ব্রীজের উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সে পেশায় একজন লেগুনার চালক ছিল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে এগারোটা দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসান বরিশালের ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা গ্রামের মালেক মিয়ার ছেলে।বর্তমানে রামপুরা এলাকায় ভাড়া থাকতো।
নিহতের চাচা আমির হোসেন জানান, আমার ভাতিজা পেশায় লেগুনার ড্রাইভার ছিল। আজ রাতের দিকে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজের উপর কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে টাকা পয়সা ও মোবাইল না দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে হাসানের পেটে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ রাতের দিকে রামপুরা থেকে এক যুবককে রক্তাক্ত যখম অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসসি//