সময়ের চাকা
ঢাকাTuesday , 29 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

লে. কর্নেল পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

Link Copied!

লে. কর্নেল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার III ও অ্যাপেন্ডিক্স VII এবং বাংলাদেশ আর্মিরেগুলেশনস (রুলস)-এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবির কর্মকর্তাকে লে. কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লে. কর্নেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারি থেকে প্রি-কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি।

এসসি//