বংশাল থানা পুলিশ ছিনতাইয়ের চেষ্টার সময় তিনজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তার হলেন-আব্দুর রহমান শুভ (১৯), মো. নওশাদ হোসেন (২৫) ও মো. আজিজুল আহম্মেদ অয়ন (২৩)। শুক্রবার এবং শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান রোববার (২৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বংশাল থানার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের স্টার বেকারির সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় মো. আজিজুল আহম্মেদ অয়নকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুলসহ তার সহযোগী অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে।
এছাড়,শুক্রবার রাত সাড়ে বারোটায় বংশাল থানার নয়াবাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শুভ ও নওশাদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান শুভ, মো. নওশাদ হোসেন ও মো. আজিজুল আহম্মেদ অয়ন পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।এই চক্রটি দীর্ঘদিন ধরে বংশালসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে আসছিল।তাদের বিরুদ্ধে বংশাল থানায় পৃথক দুটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এসসি//