সময়ের চাকা
ঢাকাSunday , 27 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

মেট্রোরেলে আগুন,পুলিশকে না মারা হলে বিপ্লবটা অর্জিত হতো না-সমন্বয়ক হাসিব

Link Copied!

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে মেট্রোরেলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। এছাড়াও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে পুলিশ হত্যা নিয়ে এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম।

একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে শনিবার (২৬ অক্টোবর) হাসিব আল ইসলাম বলেন, মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না। 

এসময় হাসিব আল ইসলাম আরও বলেন, ‘আমরা এটাকে বিপ্লব বলছি বা গণঅভ্যুত্থান, যাই বলি না কেন, এটা কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম, তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে, পৃথিবীর সকল বিপ্লবই সংবিধান বা নিয়মের বাইরে যেয়ে হয়েছে। এ কারণে আইনের বাইরে যেয়ে বা সাংবিধানিক পদ শূন্য হবে এরকম কথা বিপ্লব বা অভ্যুত্থানের ক্ষেত্রে কতটা যৌক্তিক সেটা আমার কাছে মনে হচ্ছে না।’

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি যদি গত ১৫ বছরে সঠিকভাবে তাদের সক্ষমতা দেখাতে পারত, তাহলে দেশের মানুষের ওপর ফ্যাসিজম থাকতে পারত না।

উল্লেখ্য, এই টকশোতে সমন্বয়ক হাসিব ছাড়া অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি। 

এসসি//