সময়ের চাকা
ঢাকাWednesday , 23 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ভারতের বিভিন্ন সীমান্ত থেকে ৫৪ বাংলাদেশি নাগরিক আটক

Link Copied!

ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একদিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জন বাংলাদেশি নাগরিককে। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটককৃতদের পরিচয় প্রকাশ্য না আনলেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি আটককৃতরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে এসেছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে অভিযান চালায় রানিতলা থানা।

ওসি মহম্মদ খুরশিদ আলম সংবাদমাধ্যমকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকা থেকে একে একে আটক করা হয় মোট ৪১ জন বাংলাদেশি নাগরিককে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দক্ষিণ ভারতে কাজের জন্য গত কয়েক মাস আগে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন।সোমবার তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান। এরপর লোকাল ট্রেনে করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা পৌঁছে সীমান্ত সংলগ্ন এলাকায় জোড় হয়েছিলেন। গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছালে পুলিশ হানা দেয় এবং তাদের আটক করে। আটককৃতদের এদিন আদালতে তোলা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন স্বরূপনগর এলাকায় একই দিনে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জন বাংলাদেশি নাগরিককে। বিএসএফের অভিযোগ সোমবার ভোর রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এসময় বিএসএফের ১৪৩ নম্বর এবং ১০২ সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে। আটককৃতদের মধ্য সাতজন শিশু, চারজন নারী এবং দুজন পুরুষ। ধৃতরা প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। আটককৃতদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এসসি//