সময়ের চাকা
ঢাকাTuesday , 22 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

Link Copied!

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মার্কিনিদের পক্ষ থেকে এর কোনো পাল্টা হামলার ঘটনা ঘটে এবং এ হামলার দায় কেউ স্বীকারও করেনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল-মাহেদীন-এর বরাত দিয়ে ইরানের বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার সকালে লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল-মাহেদীন জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় খারাব আল-জিরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে আকাশপথে হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তাছাড়া এ হামলার দায় কেউ স্বীকারও করেনি।

খবরে আরো বলা হয়, সিরিয়ার কোনিকো গ্যাস ফিল্ডে অবস্থিত সেনাবাহিনীর ঘাঁটি থেকে প্রায়ই হাওজিয়া সকর এবং আল-জাফরা গ্রামে হামলার ঘটনা ঘটে।

এদিকে, সিরিয়ার সরকার প্রায়ই অভিযোগ করে থাকে যে, মার্কিন সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী দেশটির পূর্বাঞ্চলীয় এবং উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত তেল কেন্দ্রগুলোতে লুটপাট চালিয়ে থাকে।

২০১৭ সালের ডিসেম্বরে এ এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) বিতাড়িত হওয়ার পর মার্কিন সেনাবাহিনী একটি ঘাঁটি তৈরি করে সেখানে অবস্থান করে আসছে।

এসসি//