সময়ের চাকা
ঢাকাTuesday , 17 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

আওয়ামী লীগ নেতাদের থানায় অভিযোগ দায়েরের নির্দেশ

Link Copied!

নির্যাতন, হত্যাকাণ্ড ও ভাঙচুরের শিকার হওয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।

ফেসবুকের পোস্টে বলা হয়, ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা দিয়ে আরও বলা হয়- আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে– ১। থানায় অভিযোগ দিন, ২। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি (ডিজি) করুন। যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন মেইলে info@albd.org।আওয়ামী লীগ সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।