ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এবার হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হলে আগামীকাল থেকেই যুদ্ধ বন্ধ হবে। সঙ্গে হামাসকে অস্ত্র ত্যাগ করতেও বলেন তিনি।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের দাবি, গত বছর ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সিনওয়ার হত্যাকে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক ও নৈতিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।
নেতানিয়াহু আরও জানান, যদি হামাস বন্দিদের ছেড়ে দেয় তাহলে কাউকে আঘাত করা হবে না, কিন্তু যদি বন্দিদের ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে এর পাল্টা জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েল এক বছরের বেশি সময় ধরে খুঁজছিল। ৬১ বছর বয়সী এই নেতাকে গত ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দেওয়া হয়।
এসসি//