ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ আইনজীবী মিছিল নিয়ে বের হন। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। এ সময় মিছিল থেকে একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে আজ আদালতে হাজির করা হয়। এদিন বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শুনানি শেষে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নামানোর সময় আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে জড়ো হন। তখন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন।
এ বিষয়ে ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, আদালত প্রাঙ্গণে মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এসসি//