সময়ের চাকা
ঢাকাMonday , 14 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

‘ছাত্র আন্দোলন’ ডিএনএ টেস্টে অজ্ঞাত ব্যাটালিয়ন আনসারের পরিচয় সনাক্ত

Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত অজ্ঞাত নূরুন্নবীর(৪৭) ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্ত করা হয়েছে।সে যাত্রাবাড়ী থানায় ব্যাটালিয়ন আনসারে কর্মরত ছিলেন। যাত্রাবাড়ী থানায় অগ্নিকাণ্ডে সে মারা যায়।

সোমবার(১৪ অক্টোবর) সন্ধ্যায় নিহত নুরু নবীর পরিচয় সনাক্ত করে তার স্ত্রী ফাতেমা তুজ জোহরা।

নিহত নুরু নবীর ছেলে মো তাজনুর সিফাত বলেন, আমার বাবা ব্যাটালিয়ন আনসারে চাকরি করতো। গত ৫ আগস্ট আমাকে ফোন করে বলে বাবা বাইরে থেকে আমাদের দরজা বন্ধ করে দিয়েছে এটাই মনে হয় তোমাদের সাথে আমার শেষ কথা।এরপর থেকে বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা বাবাকে আর খুঁজে পাচ্ছিলাম না। পরদিন সাত তারিখে আমরা জানতে পারি ঢাকা মেডিকেলে অজ্ঞাত অনেকগুলো লাশ আছে। আমরা অনেক লাশ দেখেছি কিন্তু আমার বাবাকে চিনতে পারিনি। পরে আমাদের থেকে ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এরপর আজ আমাদের জানানো হয় একটি বড়দের সাথে আপনার বাবার ডিএনএ ম্যাচ করেছে। এখন ঢাকা মেডিকেল থেকে আমার বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালী সদরাম থানায় এলাকায় যাচ্ছি।

সে আরো জানায়, আমার বাবা কি দোষ করেছিল যে আমার বাবাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো।আমার বাবা তো সামান্য একজন ব্যাটালিয়ন আনসার ছিলেন।আমরা দুই বোন এক ভাই আছি। আমার বাবা কে তো প্রায় আড়াই মাস পরে পেলাম কিভাবে আমাদের সংসার চলবে আমরা কিভাবে চলব সেটাই ভেবে পাচ্ছি না।

নিহতের স্ত্রী ফাতেমা তুজ জোহরা বলেন, ৫ আগস্ট এর পর আমাদের সাথে আর যোগাযোগ হয়নি। এরপর থেকে আমরা তালাশ আর খুঁজে পাচ্ছিলাম না সে বেঁচে আছে না মারা গেছে কোনটাই খুজে পাচ্ছিলাম না। পরে সেপ্টেম্বর মাসে ১৭ তারিখে ডিএনএ স্যাম্পল দেওয়া হয়। আজ আমাদের থানা থেকে খবর দেওয়া হয় আপনাদের সাথে অজ্ঞাত মরদেহ নুরু নবীর ডিএনএ সাথে মিলে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)মোশের্দ আলম বলেন, গত ৫ আগস্টে যাত্রাবাড়ী থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই পুড়ে মারা যায়। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার নুরু নবীর মরদেহ ছিল।তবে তার চেহারা বোঝা যাচ্ছিল না।সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে রাখা হয়।এরপর অনেক পরিবার খোঁজাখুজি করলেও তার মরদেহ সনাক্ত করতে পারেনি।পরে আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ফরেনসিক ল‍্যাবে পাঠাই। এরপর ডিএনএ স্যাম্পলের রিপোর্ট এলে নুরুন্নবীর পরিবারের সাথে মিলে যায়।আমরা তার পরিবারকে খবর দিয়ে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। নূরনবী থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়িয়ে মারা যায় বলে জানান তিনি।

এসসি//