সময়ের চাকা
ঢাকাMonday , 14 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

শান্তিনগরে গুলিসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

২১ রাউন্ড গুলিসহ শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. ফয়সালকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ইয়াবা-গাজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয় রাজধানী ঢাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন মাদক স্পট ও আস্তানা উচ্ছেদে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের চামেলীবাগ এলাকায় অভিযান চালায় ডিএনসি। এসময় ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. ফয়সালকে (৩৩) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ফয়সালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি একটি সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে ফয়সাল ম্যাগাজিন ও গুলি কেনে। আরও একটি অস্ত্র কেনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফয়সাল মূলত এলাকায় মাদক কারবারে প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিল। ফয়সাল শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল ও পল্টন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

এসসি//