সময়ের চাকা
ঢাকাSunday , 13 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

কানাডা পালানোর সময় শরীয়তপুরের যুবলীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

Link Copied!

কানাডা পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে বিমানবন্দরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি আল আমিন।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।

এ ছাড়াও ফারুক হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলাও তিনি পলাতক ছিলেন।

গত শুক্রবার মধ্য রাতে দেশত্যাগ করার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার ও দমন আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

এ বিষয়ে জাজিরা থানার ওসি আল আমিন বলেন, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাকে হেফাজতে নেই। পরে ফারুক হাওলাদারকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এসসি//