ফেনী থেকে ঢাকা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইদুল ইসলাম মুন্না(২২)নামে এক দুবাই প্রবাসী গুরুতর আহত হয়েছে।বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
শনিবার(৫ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে ভোর রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসক।
আহত মুন্নার দুলাভাই মোঃ সোহেল জানান, আমার শ্যালক দুবাই প্রবাসী। মুন্না ডাক্তার দেখানোর জন্য একমাস আগে ছুটিতে গ্রামে আসেন।আজ সকাল ৭টায় আমার শ্যালকের ফ্লাইট ছিল।ফেনী থেকে দুই বন্ধুসহ প্রাইভেট কারে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।পরে দাউদকান্দি টোল প্লাজা পার হওয়ার পরে তার এক বন্ধুর প্রস্রাবের চাপ দেয়। এতে প্রাইভেটকার থেকে নেমে বন্ধু প্রস্রাব করার জন্য বাইরে গেলে ওই সময় গাড়িতে বসে থাকা মুন্নাকে কোন কিছু বোঝার আগেই ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আমরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আই সি ইউ তে ভর্তি দেন চিকিৎসক। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান,আমার শ্যালক প্রায় এক বছর হল দুবাইতে থাকে।মুন্নার বাড়ি ফেনী জেলার ফুলগাজি থানার মনিপুর এলাকায়।সে ওই এলাকার আব্দুল গলির সন্তান ছেলে ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মুন্না নামে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল পরে চিকিৎসক তাকে আইসিউতে ভর্তি দেন। তার পরিবার জানায় সে দুবাই যাওয়ার জন্য ঢাকায় আসতেছিলেন আসার পথিমধ্যে সময় এই ঘটনা ঘটে।
এসসি//