সময়ের চাকা
ঢাকাThursday , 3 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণ,স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

Link Copied!

রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের একটি বাসায় গরম পানি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ নিপা(৩০) মারা গেছেন। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে।

বুধবার (২ অক্টোবর)দিবাগত দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।তিনি জানান, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মধ‍্যরাতে নিপা নামে আরও একজন আইসিইউতে মারা যায়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।এর আগে গতকাল তার স্বামী টোটন ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায়।বর্তমানে টোটন ও নিপার ছেলে শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন,টোটন (৩৫),নিপা (৩০)ও শিশু বায়জিদ(৩)। ভোর রাতে শিশুর জন্য গরম প্রার্থী করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিলেন টোটন।

এসসি//