সময়ের চাকা
ঢাকাWednesday , 2 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক‍্যাম্পাস
  9. খেলা
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম

Link Copied!

মেক্সিকোর ইতিহাসের এই প্রথম কোনো নারী সে দেশের প্রেসিডেন্টের অভিষেক হতে যাচ্ছে। সে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাউডিয়া শেইনবাউম।

মঙ্গলবার (১ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানায়।

খবরে বলা হয়, মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধ ও ল্যাটিন আমেরিকার দ্বিতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত মেক্সিকোর অর্থনৈতিক ঘাটতির মুখে এক চ্যালেঞ্জ হিসেবে মঙ্গলবার ক্লাউডিয়া শেইনবাউমের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হচ্ছে।

শেইনবাউনের বয়স বর্তমানে ৬২ বছর এবং তিনি আগে মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

মেক্সিকোর কংগ্রেস দলের আনুষ্ঠানিকতার মধ্যে শেইনবাউম ২০৩০ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্লেষকেরা বলছেন, বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রেস মানুয়েল লোপেজ ওব্রাডরের বিতর্কিত বিচার বিভাগ পুনর্গঠনের ও বিনিয়োগকারী বিষয়ে শেইনবাউমকে স্থির সিদ্ধান্ত নিতে হবে।

এ বিষয়ে গোল্ডমান সাচস ল্যাটিন আমেরিকা ইকোনমিক রিসার্চের প্রধান আলবার্তো র‌্যামোস বলেন, বিনিয়োগকারীরা শেইনবাউমের দিকে তাকিয়ে আছেন যে, তিনি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করবেন।

এসসি//